ঝিনাই নদী তীরে ঝাওয়াইল মহারানী হেমন্ত কুমারী উচ্চ বিদ্যালয় স্থাপিত 1928 সালে। এই বিদ্যালয়ের সামনে বড় একটি পুকুর আর পুকুর এবং বিদ্যালযে পূর্বপাশে অসংখ্যা বিটিশ আমলে পুরাতন বকুল গাছ গুলো সারি বেধে দাড়িয়ে আছে । বাংলাদেশ আর কোথায় এতগুলো বকুলগাছের দৃশ্য নজিরবিহীন ইতিহ্যস। সুন্দর , মনোরম পরিবেশ হিসাবে মাথা উচু করে দাড়িয়ে আছে বহু বছর ধরে । প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্যা মানুষ ছুটে আসে বকুলগাছ গুলো দেখতে আর ফুল নিতে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস