মো: ইউনুস ইসলাম তালুকদার (ঠান্ডু :-
টাঙ্গাইল জেলার গোপালপুর থানার কাহেতা গ্রামে। তালুকদার পরিবারে জন্ম নিলেও তিনি আছেন অবিভক্ত বাংলার বড় কৃষকনেতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন। কৃষককুলের মধ্যে চেতনা, অধিকার প্রতিষ্ঠা ও তাদের জীবনে অর্থনৈতিক মুক্তি আনয়নই হলো তারর জীবনের ধ্যান, জ্ঞান ও সাধনা। অত্র ইউনিয়নে অসহায়, দরিদ্র এবং নিপীড়িত লোকের পাশে ফেরেশস্তা রুপে দাড়িয়ে আছেন। 2008 ও 2014 সালে গোপালপুল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নিবাচিত হয় । অতিবীরত্বে সাথে সাধারণ জনগণের মনের মাঝে একটি আশার আলো হয়ে আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস